সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বলেন, এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কায়সার হামিদকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাবেক ফুটবলার কায়সার হামিদকে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
সিআইডি সূত্রে জানা গেছে, নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ নামে একটি এমএলএম কোম্পানি ছিল কায়সার হামিদের। ওই প্রতিষ্ঠানের নামে কায়সার বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন এমন অভিযোগে রাজধানীর বনানীসহ বিভিন্ন থানায় মামলা হয়েছে।
এমএলএম কোম্পানিটি বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেলেও সেসব মামলায় কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।