৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ভারত অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের নিয়ে গেছে।

এর আগে ১৮ জানুয়ারি রাত সাড়ে ৮টায় বিএসএফ গেট খুলে ৩১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এরপর চারদিন সীমান্ত রেখায় অবস্থান করে তারা।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, বিজিবির সঙ্গে কোনো বৈঠক ছাড়াই সকালে আশ্রিত রোহিঙ্গাদের ধাপে ধাপে ভারতে নিয়ে যায় বিএসএফ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে