মালয়েশিয়ার রাজপরিবার ভোটের মাধ্যমে নতুন রাজা বেছে নিলো। মেয়াদ শেষ না হতেই অপ্রত্যাশিতভাবে সিংহাসন ত্যাগ করেন পূর্বের রাজা। এর পরেই এ পদক্ষেপ নেয় দেশটির রাজপরিবার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি নতুন রাজার শপথ নেওয়ার কথা রয়েছে।
সাধারণত প্রতি ৫ বছর অন্তর ইয়াং ডি-পার্তুয়ান অগংগ নামে পরিচিত নতুন শাসক বাছাইয়ের আয়োজনটি করা হয়। কিন্তু সিংহাসনে বসার মাত্র ২ বছর পর চলতি মাসে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন সুলতান মুহাম্মদ ভি। এটি মালয়েশিয়ার ইতিহাসে প্রথম ঘটনা।
মালয়েশিয়ায় একটি সাংবিধানিক রাজতন্ত্র আছে। তবুও প্রতিদিনের শাসনব্যস্থায় অংশ নেন না শাসকরা।
গত নভেম্বরে, সুলতান মুহাম্মদ ভি অসুস্থতার ছুটিতে গিয়েছিলেন। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ওঠে রুশ সুন্দরী সাবেক ‘মিস মস্কো’র সঙ্গে রাজা সুলতানের প্রেম-বিয়ের খবর নিয়ে।
২০১৬ সালের ডিসেম্বরে মাত্র ৪৭ বছর বয়সে মুহাম্মদ ভি-এর সিংহাসনে বসেন। তিনি বিভিন্ন ক্রীড়ায় খ্যাতি অর্জন করেছেন। তবে মুহাম্মদ ভি’র এমন অপ্রত্যাশিত পদত্যাগে প্রভাব ফেলছে মালয়েশিয়ার রাজতন্ত্রে। কারণ এটি বিশ্বের একমাত্র ঘূর্ণায়মান রাজতন্ত্র।