চীনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার চীনা রাষ্ট্রদূত জন ম্যাককুলামকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনা জায়ান্ট টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার গ্রেফতার করা নিয়ে মন্তব্য করার পর বহিষ্ককৃত হলেন তিনি।

একটি বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জানান যে তিনি জন ম্যাককুলামকে সরে যেতে বলেছেন তবে কি কারণে সেটি ওই বিবৃতিতে জানানো হয়নি।

মেং ওয়ানঝৌকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতারের বিষয়ে গত মঙ্গলবার ম্যাককুলাম বলেন যে কানাডার এই আচরণ ত্রুটিপূর্ণ ছিল।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ইরানের উপর অবরোধের শর্ত লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতার করেছিল কানাডা । এরপর মেং ওয়ানঝৌ মুক্তি পেলেও চীন-কানাডার সম্পর্ক ক্রমশই অবনতি হচ্ছে ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে