ফিলিপাইনে গির্জায় বোমা হামলা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনে একটি গির্জায় জোড়া বোমা হামলায় ৭ সেনাসহ অন্তত ২১ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছেন। বিস্ফোরণ ও নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় সুলু প্রদেশের জোলোতে জোলো ক্যাথেড্রালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

জানা গেছে, গির্জায় প্রার্থনা চলার সময়ে ভিতরে প্রথম বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই গাড়ি পার্কিংয়ের জায়াগায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা এ হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে অভিহিত করে স্থানীয় জনগণকে সজাগ থেকে ‘সন্ত্রাসকে প্রত্যাখ্যান করে জয়ী’ হওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।

ফিলিপিন্সের জাতীয় পুলিশ প্রধান অস্কার আলবাইআলদে জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আবু সায়েফ এর সঙ্গে জড়িত থাকতে পারে। তারা শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায়, তার শক্তি প্রদর্শন করে বিশৃঙ্খলার বীজ বপণ করতে চায়।

সামরিক বাহিনীর পশ্চিম মিন্দানাও কমান্ডের মুখপাত্র কর্নেল জেরি বেসানা জানিয়েছেন, বোমায় ব্যবহৃত উপাদানগুলো পরীক্ষা করলেই এর পেছনে কারা আছে তার রহস্য ভেদ হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে