মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মোবাইল অপারেটরদের সকল প্যাকেজের নূন্যতম মেয়াদ হবে তিনদিন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন থেকে ইন্টারনেট প্যাকেজে ‘পে পার ইউজ’ বা যতটুকু ব্যবহার ততটুকু খরচের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টাকা পর্যন্ত ব্যবহারের সুযোগ দেয়া যাবে একজন গ্রাহককে। ৫ টাকার বেশি খরচ হলে গ্রাহকদের নির্দিষ্ট প্যাকেজে যেতে হবে।
এর আগে গত সপ্তাহে টেলিযোগাযোগ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছিলেন সাত দিনের নিচে কোনো প্যাকেজ না দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিটিআরসি। তবে শেষ পর্যন্ত সাত দিন থেকে সর্বনিম্ন মেয়াদ তিন দিনে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া ‘পে পার ইউজের’ ক্ষেত্রে গ্রাহকের প্রতারিত হওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিটিআরসি’র নতুন সিদ্ধান্তের ফলে অপারেটরদের দ্বারা গ্রাহকের প্রতারিত হওয়ার ঝুঁকি কমে যাবে।