যুক্তরাজ্য সংলাপের প্রচেষ্টাকে স্বাগত জানাল

ডেস্ক রিপোর্ট

যুক্তরাজ্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে।

একইসঙ্গে ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তা তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রায় একঘণ্টা মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্রিটিশ হাই কমিশনার।

বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, চলমান রাজনীতি, রোহিঙ্গা সংকট, তারেক রহমানকে ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে।

পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে।

এছাড়া দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ফেরানোর বিষয়টি আইন মন্ত্রণালয় তদারকি করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে যাবেন কি-না আনুষ্ঠানিকভাবে তারা এখনও কিছু জানায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে