বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। শনিবার তিনি বিদায়ী নৌপ্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ সদর দফতরে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনীর প্রধান হিসেবে আওরঙ্গজেব চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে নৌবাহিনীর কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আওরঙ্গজেব চৌধুরী তিন বছর ধরে উপকূলরক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন। ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে।