জমি ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

universel cardiac hospital

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ব্যবহারে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, দেশের সব জমির যেন সঠিক ব্যবহার হয়। এ জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

সভায় মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, পর্যায়ক্রমে মিটারগ্রেজ থেকে সব রেল লাইন পর্যায়ক্রমে ব্র্রডগেজ করার জন্য। সারা দেশের জমির জন্য একটি ডিটেইল প্লান করার কথা বলেছেন। যেন জমির সঠিক ব্যবহার করা যায়। ফসলি জমিতে যেন কোনোভাবেই শিল্প প্রতিষ্ঠান করা না হয় সে ব্যপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রতিটি শিল্প কারখানায় আধুনিক বর্জ ব্যবস্থাপনা (ইটিপি) রাখার ওপর আবারো জোড় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রেলের ছোট পার্স নিজেদের তৈরি করতে। আমদানি নির্ভরতা কমিয়ে আনতে।

এম এ মান্নান বলেন, বিদ্যুৎ উৎপাদানে আমরা খুবই ভালো করেছি। যেটা এ নির্বাচনে আমাদের ভোট পেতে সহায়তা করেছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি আর সংশোধিত প্রকল্প ৪টি।

প্রকল্পগুলোর জন্য ব্যয় হবে প্রায় ১৬ হাজার ৪৩৩ কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১৩ হাজার ৬২০ কোটি, প্রকল্প ঋণ প্রায় ২ হাজার ৫২৭ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২৮৫ কোটি টাকা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে