সৌদিতে আকস্মিক বন্যা

আন্তর্জাতিক ডেস্ক

universel cardiac hospital

সৌদি আরবে গত দুই দিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

রোবার থেকে শুরু হয় এ ভারী বৃষ্টিপাত ও ধূলিঝড়। সোমবারেও অব্যাহত ছিল। উদ্ধারকর্মীরা শতাধিক বন্যাকলিত লোককে উদ্ধার করেছে। খবর আরব নিউজের।

মদিনার সড়কগুলো পানিতে ভেসে গেছে। এর ফলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে।

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাবুক ও আল-জউফ থেকে ৬৫ জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে। তাবুক, আরার ও আল-জউফের স্কুলগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে