প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন ঢালিউডের নতুন মুখ চিত্র নায়িকা মৌ খান। তার অভিনিত তৃতীয় বাংলা সিনেমা ‘প্রতিশোধের আগুন’ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমায় মৌ মৌ খানের নায়ক জায়েদ খান। সিনেমাটির প্রযোজনা করেছেন কাজী মো. ইসলাম মিয়া এবং পরিচালক হলেন মোহাম্মদ আসলাম।
এ বিষয়ে মৌ খান জানান, ‘ফেব্রুয়ারি মাসেই এই সিনেমাটি বড় পর্দায় আসছে। তিনি প্রথমবারের মতো বড় পর্দায় আসতে পেরে সিনেমা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মৌ খান মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করলেও বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। এরইমধ্যে তার তিনটি ছবির কাজ শেষ হয়েছে। বর্তমানে এ ছবিগুলো মুক্তির অপেক্ষায়।
এ প্রসঙ্গে মৌ বলেন, সুজন বড়ুয়ার ‘বান্ধব’, এবং শফিক হাসানের পরিচালনায় ‘বাহাদুরি’ এবং মোহাম্মদ আসলামের পরিচালনায় ‘প্রতিশোধের আগুন’ সিনেমার কাজ শেষ করেছি। বর্তমানে এ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।