নতুন ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচলে

ক্রীড়া ডেস্ক

পূর্বাচলে বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম বানানোর পরিকল্পনা অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে বিসিবিকে প্রায় ৩৭ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। সেখানেই ৫০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করবে বিসিবি।

নিজস্ব অর্থায়নে এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু করতে যাচ্ছে বিসিবি। আজ বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী তিন বছরের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করবে বিসিবি। বোর্ড সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

universel cardiac hospital

তিনি বলেছেন, ‘বিসিবিকে জমি বরাদ্দ দেয়া হয়েছে। আমরা দ্রুত কাজ করতে চাই। বিসিবি ১০ লাখ টাকা সম্মানি মূল্যে এই জমি পেয়েছে। আগামী তিন বছরের মধ্যে আমরা স্টেডিয়ামের কাজ শেষ করতে চাই। এজন্য দ্রুতই আমরা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবো। প্রাথমিকভাবে ডিজাইন নিয়ে দরপত্র হবে। যেহেতু তিন বছরের মধ্যে শেষ করতে চাই। তাই আমাদের দ্রুত কাজ করতে হবে। আমরা ৫০ হাজার দর্শক বসার মতো বড় স্টেডিয়াম করতে চাই।’

আধুনিক সব সুযোগ-সুবিধা, পাঁচ তারকা হোটেলও স্টেডিয়ামের আশপাশে গড়ে তোলার কথা জানিয়েছেনি বিসিবি সভাপতি। তবে হোটেলটি বিসিবি নিজে করবে না। আর পূর্বাচলে স্টেডিয়াম বানানোর জমি বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোর্ড সভা থেকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে