মালয়েশিয়া বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট করবে

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

আনন্দ এগ্রো ফার্ম ও মালয়েশিয়ার ওসিকে গ্রুপের সঙ্গে বাংলাদেশে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপন্নে পাওয়ার প্ল্যান্ট স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার বিকালে মালয়েশিয়ার শাহ আলমে ওসিকে গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

universel cardiac hospital

আনন্দ অ্যাগ্রো ফার্মের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী এবং ওসিকে গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে।

রংপুরের গঙ্গাছড়া উপজেলার মুটুকপুরে হতে যাওয়া পাওয়ার প্ল্যান্টটিতে চুক্তি অনুযায়ী মালয়েশিয়ান ওই কোম্পানি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আনন্দ এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী জানান, বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে বিদেশি বিনিয়োগকারীদের দেশে নিয়ে যেতে চাই। এর পাশাপাশি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

অন্যদিকে ওসিকে গ্রুপ বারহাদের প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে জানান, বাংলাদেশে সোলার পাওয়ারের চাহিদা ব্যাপক হওয়ায় বাংলাদেশে আমরা বিনিয়োগ করতে আগ্রহী।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ বাদল, মোহাম্মদ আলী বিন অহিদ, দাতু গুপি, দাতু সোহাইমিসহ ওসিকে গ্রুপের উচ্ছপদস্থ কর্মকর্তা।

এ দিকে মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে সম্প্রতি মালয়েশিয়ার পেনাং রাজ্যে দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রোড-শো ব্রান্ডিং বাংলাদেশ নামে এক সেমিনার।

সেমিনারে রাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। দ্রুত পেনাং রাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিয়োগের পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে