বিপিএল : সোমবার থেকে শেষ চারের খেলা

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

শেষ হয়েছে বিপিএলের লিগ পর্বের সবগুলো ম্যাচ। গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে লিগ পর্বের ৪২টি ম্যাচ সফলভাবে মাঠে গড়ায়। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ষষ্ঠ বিপিএলের শেষ চারের লাইনআপের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচটি পর্যন্ত।

শেষ ম্যাচে খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে ফাইনালের লড়াইয়ে নাম লিখিয়েছে ঢাকা ডায়নামাইটস। এতে ধূলিসাৎ হয়েছে রাজশাহী কিংসের শেষ চারের স্বপ্ন।

ঢাকা ডায়নামাইটসের আগে চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স নিশ্চিত করেছিল শেষ চারে অংশগ্রহণ।

লিগ পর্বে প্রতিটি দল খেলেছে ১২টি করে ম্যাচ, যেখানে একে অপরের বিপক্ষে ২ বার করে মাঠে নেমেছে। সবচেয়ে বেশি ৮টি করে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তবে মোট রান রেট বেশি হওয়ায় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে রংপুর। ৭টি জয় পেয়েছে চিটাগং ভাইকিংস, দলটি আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

৬টি করে জয় তুলে নেওয়া ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যে রান রেটের দিক থেকে এগিয়ে থাকায় ঢাকা উঠে গেছে শেষ চারে।

রাজশাহী ছাড়াও বাদ পড়া আরও দুটি দল সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স জয় পেয়েছে যথাক্রমে ৫টি ও ২টি ম্যাচে।

লিগ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়েছে প্লে-অফ অর্থাৎ শেষ চারের লড়াইয়ের লাইনআপ। ফাইনালে ওঠার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সুযোগ পাবে দু’বার। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার লড়াইয়ের (১ম কোয়ালিফায়ার) জয়ী দল উঠে যাবে ফাইনালে।

ঐ ম্যাচের আগে মাঠে গড়াবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস ও চতুর্থ স্থানে থাকা ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচ, যে ম্যাচের জয়ী দল রংপুর ও কুমিল্লার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে নামবে ফাইনালের লক্ষ্যে; জয়ী দল উঠে যাবে ফাইনালে। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি এক ম্যাচ হারলেই বাদ পড়বে আসর থেকে।

একনজরে বিপিএলের শেষ চারের সূচি :

এলিমিনেটর- ৪ ফেব্রুয়ারি (সোমবার)

ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা

প্রথম কোয়ালিফায়ার- ৪ ফেব্রুয়ারি (সোমবার)

রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা

দ্বিতীয় কোয়ালিফায়ার- ৬ ফেব্রুয়ারি (বুধবার)

এলিমিনেটর ম্যাচের জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা

ফাইনাল- ৮ ফেব্রুয়ারি (শুক্রবার)

প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাতটা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে