![চুম্বনে শান্তির বার্তা](https://cloud.matopath.com/mop/2019/02/%E0%A6%9A%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE.jpg)
পোপ ফ্রান্সিস ও মিসরের প্রধান ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব আরব আমিরাতের আবুধাবিতে পরস্পরকে চুম্বন করে বিশ্বশান্তির বার্তা দিলেন ।
বিশ্বশান্তি ও মানবতার ঐক্যের আশায় একটি বিবৃতিতে স্বাক্ষরও করেছেন তাঁরা।
যৌথ বিবৃতির নাম দেওয়া হয়েছে, যুদ্ধ, নির্যাতন ও অবিচারের শিকার এবং যাঁরা বিশ্বের কোনো প্রান্তে অত্যাচারের শিকার তাঁদের জন্য।
সম্প্রীতির বার্তা দিয়ে সেই বিবৃতিতে লেখা হয়েছে, আমরা ঘোষণা করছি, কোনো ধর্ম কখনওই যুদ্ধ, ঘৃণার মনোভাব, শত্রুতা ও চরমপন্থায় যাবে না। হিংসা ও রক্তপাত ঘটে এমন কোনো কাজও করবে না।
![](https://s3.ap-southeast-1.amazonaws.com/cdn.matopath.com/mop/2019/02/%25E0%25A6%259A%25E0%25A7%2581%25E0%25A6%25AE%25E0%25A6%25BE-%25E0%25A7%25A6%25E0%25A7%25A8.jpg)
মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার সব মুসলিমদের স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে বলেন মিসরের গ্র্যান্ড ইমাম।
তিনি বলেন, তাঁদেরও সে দেশে থাকার পূর্ণ অধিকার ও দায়িত্ব রয়েছে।
পোপ ফ্রান্সিসও পূর্ণ ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোরাল বক্তব্য রাখেন।
তিনি বলেন, শান্তির রাস্তা গড়ে তুলতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে চলতে হবে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ৪০ ঘণ্টার সফরে আবুধাবি গিয়েছিলেন পোপ ফ্রান্সিস। বিরাট আয়োজনে তাঁকে অভ্যর্থনা জানান আরব আমিরাতের আমির শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।