হবিগঞ্জের বাহুবলে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত লুৎফুর রহমান (২৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী।
গ্রেফতারকৃত লুৎফুর বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাটপাড়া গ্রামের আব্দুস সালাম ওরফে মংলা মিয়ার পুত্র।
সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেনের নেতৃত্বে লুৎফুর রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ২টি লোহার তৈরি দেশীয় সচল পাইপগান, ৩টি শর্টগানের কার্তুজ, ১টি বাঁশের হাতলযুক্ত ডেগার, ২টি লোহার শাবল সাদৃশ্য ক্রোবার এবং ২টি ছোড়াসহ তাকে গ্রেফতার করা হয়। লুৎফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, র্যাব বিষয়টি পুলিশকে জানিয়েছে। লুৎফুরের বিরুদ্ধে বাহুবল থানায় ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।