একাদশ সংসদের পাঁচটি সংসদীয় কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

একাদশ সংসদের পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সব কটি কমিটির সভাপতি করা হয়েছে সরকারি দলের সদস্যদের। এর মধ্যে তিনটি কমিটিতে গত দশম সংসদে যাঁরা সভাপতি ছিলেন তাঁরাই আছেন। আজ সংসদে এ সব কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিগুলো হলো : সংসদ কমিটি, আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটি এবং ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটি। এর মধ্যে সংসদ কমিটি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সভাপতি পদে নতুন মুখ এসেছে।
সংসদ কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন, এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আবু জাহির, নুর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেকুল্লাহ রফিক ও শওকত হাচানুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই কমিটির মনোনয়ন দেন।
সংসদ নেতার পক্ষে অন্য চারটি কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আব্দুল মতিন খসরু। এই কমিটির অন্য সদস্যরা হলেন : আইনমন্ত্রী আনিসুল হক, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ। এই কমিটির অন্য সদস্যরা হলেন : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহম্মেদ মজুমদার, বীরেন শিকদার, মোরশেদ আলম, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও মনজুর হোসেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সুবিদ আলী ভূঁইয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী। তিনিও এই কমিটির সদস্য। কমিটির অন্য সদস্যরা হলেন : শেখ হেলাল উদ্দিন, ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসিরুদ্দিন ও মহিবুর রহমান।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন— ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আজিম আনার, মোসলেম উদ্দিন ও নেসার আহমেদ।

শেয়ার করুন

universel cardiac hospital

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে