ভূঞাপুরে শিক্ষক ও ১০ পরীক্ষার্থী বহিষ্কার

ক্যাম্পাস ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১ শিক্ষক ও ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ভূঞাপুর-২ কেন্দ্রের পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেয়ার দায়ে শফিকুল ইসলাম নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তিনি কালিহাতী উপজেলার চরসিঙ্গুলী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

universel cardiac hospital

এ ছাড়া ভূঞাপুর-১ কেন্দ্রের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যূতে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ অনিয়মিত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ৭ জন ঘাটাইল উপজেলার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের, ২ জন ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ও ১ জন জুংগীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীকে সহযোগিতার দায়ে এক শিক্ষক ও অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে