বিপিএল থেকে ছিটকে গেছে মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের দল। কিন্তু তাই বলে বিশ্রামের সুযোগ নেই তাদের। দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সফর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ব্যস্ত হয়ে পড়ছেন এই ৩ ক্রিকেটার।
বিপিএলের কারণে দুইভাগে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। প্রথম দল আগামীকাল বুধবার দুপুরে উড়াল দেবে। আর দ্বিতীয় দল যাবে ৯ ফেব্রুয়ারি। প্রথম দলের সাথে নিউজিল্যান্ড চলে যাচ্ছেন মুশফিক, মাহমুদউল্লাহ ও মিরাজরা।
সিলেট সিক্সার্স, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস থেকে ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররাও সঙ্গী হচ্ছেন মুশফিকদের।
এরা হচ্ছেন— মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান ও নাঈম হাসান। এই ৭ ক্রিকেটার ছাড়াও নিউজিল্যান্ড সফরের জন্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ও খালেদ মাহমুদ সুজনও যাচ্ছেন ৬ তারিখেই।
এদিকে টুর্নামেন্টে টিকে থাকা ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন স্কোয়াডের বাকি ৬ সদস্য। তারা যাবেন শনিবার দ্বিতীয় বহরে।
সফরে তিনটি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে।
এছাড়া ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে ও ২০ ফেব্রুয়ারি ডুনেডিনে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
প্রথম টেস্ট হ্যামিল্টনে, দ্বিতীয় ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।