প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

ছবি সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র এই বিশেষ দূত।

সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু পর গণভবনে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবন থেকে বের হন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা বর্তমানে পৃথিবীতে খুবই কম। রোহিঙ্গা সংকটে ইউএনএইচসিআর সহযোগিতা অব্যাহত রাখবে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন। এ দিনই তিনি কক্সবাজার চলে যান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতেই জোলির বাংলাদেশ সফর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে