নোয়াখালীতে গাড়ী উল্টে ৩ সেনাসদস্য নিহত, আহত ৯

সারাদেশ ডেস্ক

ছবি : সংগৃহিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে সেনাবাহিনীর বহনকৃত একটি পিকআপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৩ সেনা সদস্য নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাপুর-চরজব্বর সড়কের তোতার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ২১-ইঞ্জিনিয়ারিং কোর সিলেট সেনানিবাসের সদস্য ফয়েজ উদ্দিন, মামুন খন্দকার ও ফিরোজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সেনাবাহিনীর একটি পিকআপ নিয়ে শীতকালীন মহড়ার উদ্দেশ্যে সোনাপুর-চরজব্বর সড়ক দিয়ে স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। পথে তোতার বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সেনাসদস্য নিহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে