ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের ‘স্পোর্টস কমপ্লেক্সে’ আগুন লেগে ১০ জন মারা গেছেন।
রিও ডি জেনিরোর পশ্চিমে ভারগেম গ্রান্দে অবস্থিত ফ্লামেঙ্গোর স্পোর্টস কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। এটা মূলত একাডেমির ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলারদের আবাসস্থল। খবর বিবিবি, রয়টার্স।
রিওর পুলিশ বিভাগ জানিয়েছেন, আগুনে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
গ্লোবো টিভির সূত্র জানিয়েছে, নিদো দেল উরুবুর পুরোনো অংশে আগুনের সূত্রপাত। সেখানে ক্লাবের ১৪ থেকে ১৭ বছর বয়সীরাই থাকে। রিয়ালে আসার আগে এই ক্যাটাগরিতে খেলেই সবার নজরে এসেছেন ভিনিসিয়ুস।
টুইটারে তাই ভিনিসিয়ুস লিখেছেন, কী কষ্টের সংবাদ। সবার জন্য প্রার্থনা করুন। সবাই শত থাকুন, শক্ত থাকুন।
ভিনিসিয়ুসের আরেক সঙ্গী এসি মিলানের লুকাস পাকুয়েতাও সবাইকে প্রার্থনা করার অনুরোধ করেছেন।
সর্বশেষ খবর অনুযায়ী নিহত ১০ জনের মধ্যে ৪ জন ক্লাবের একাডেমির খেলোয়াড়, ২ জন ক্লাবে ভর্তি হওয়ার জন্য ট্রায়াল দিতে এসেছিল। বাকি ৪ জন ক্লাবের কর্মকর্তা। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ঘুমিয়ে থাকার কারণে সয়মতো আগুন টের না পাওয়াতেই হতাহতের ঘটনা ঘটেছে।