একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর ১১ দিনের মাথায় হুইল চেয়ারে করে সংসদে এসেছেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার অধিবেশন শুরুর আগে ৪টা ৩২ মিনিটে হুইল চেয়ারে করে তৃতীয় তলায় তার কার্যালয়ে যান। এ সময়ের তার ভাই সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদের এমপি ও দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। এরপর ৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি জাপা চেয়ারম্যান। পরে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। অসুস্থতার কারণে এতদিন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি। এর মাঝে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন হুসেইন মুহম্মদ এরশাদ।