সংসদকে আইনমন্ত্রী আনিসুল হক জমি নিয়ে ঝুলে থাকা মামলার পাশাপাশি নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন।
আজ রোববার একাদশ জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে এসব কথা জানান আইনমন্ত্রী।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের এসব কথা বলেন তিনি।
রফিকুল বলেন, জমি এবং সম্পত্তির মামলা বছরের পর বছর চলতে থাকে। পুরো পদ্ধতিকে ঢেলে সাজিয়ে নতুন কোনো পদ্ধতিতে যাওয়ার তেমন কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি-না।
জবাবে আইনমন্ত্রী বলেন, অল্টারনেটিভ ডিসপিউট রেবেলিউশন এর ব্যবস্থা করা হচ্ছে। আদালত বাড়ানো হচ্ছে। মামলা যাতে তড়িৎ নিষ্পত্তি করা হয় সেই ব্যবস্থা, দেওয়ানি মামলা সেগুলো যেন তড়িৎ নিষ্পত্তি করা হয় সে ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, আগে আদালতের সংকট ছিল এবং বিচারকগণ এজলাস ভাগাভাগি করতেন। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আদালত ভবন হচ্ছে সেখানে এজলাস ভাগাভাগি যে অবস্থা ছিল সেটা প্রায় চলে গেছে।
আইনমন্ত্রী বলেন, পুরনো মামলা জমে ছিল সেগুলোকে আগে যেন শেষ করা হয়, এখন যেসব মামলা হচ্ছে সেগুলো যেন তড়িৎ নিষ্পত্তি হয় সে ব্যবস্থা করা হচ্ছে।
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার আইনমন্ত্রীর কাছে জানতে চান, নওগাঁ জেলা আদালত প্রাঙ্গণে বিভিন্ন মামলায় সাক্ষী হয়ে যারা আসেন, তাদের বসার কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি-না।
জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে নতুন করেন আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। সেই আদালত ভবনে যেসব সাক্ষীরা আসবেন, এছাড়াও অনেকে আসেন। সকলের জন্য আলাদা আলাদা ভাবে বাসার এবং স্বল্প সময়ের জন্য সেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে তারা যতক্ষণ থাকেবেন, তখন আরামে বসতে পারে সে ব্যবস্থাগুলো নতুন ভবনে করা হচ্ছে।