মাশরাফি ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য

বিশেষ প্রতিনিধি

মাশরাফি
ফাইল ছবি

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হয়েছেন, যিনি নড়াইল-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই কমিটিতে আছেন আরো দুই জন সাবেক খেলোয়াড়। এরা হলেনৈ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ও। তিনি মানিকগঞ্জ-১ আসন থেকে জিতেছেন। আরও আছেন সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। তিনি জিতেছেন খুলনা-৪ আসন থেকে।

যাকে এই এই কমিটির সভাপতি করা হয়েছে তিনি অবশ্য সাবেক কোনো খেলোয়াড় নন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এই দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বীরেন শিকদার, নাজমুল হাসান, মাহাবুব আরা বেগম গিনি ও জুয়েল আরেং।

আজ রোববার সংসদ অধিবেশনে মোট নয়টি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এ নিয়ে মোট ৩৪টি সংসদীয় কমিটি গঠন করা হল।

বিপিএলে অংশ নেওয়া মাশরাফি গত মঙ্গলবার প্রথম সংসদ অধিবেশনে যোগ দেন। তিনি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে