‘ইজতেমার কারণে’ এসএসসির ৩ পরীক্ষা পেছাল

ক্যাম্পাস ডেস্ক

ফাইল ছবি

‘ইজতেমার কারণে’ আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার পরীক্ষা পেছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

তবে ঢাকা শিক্ষাবোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত বিশ্ব ইজতেমার কারণে এই ৩ দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তপন কুমার সরকার বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ।

এর ফলে ব্যবহারির পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।

উল্লেখ্য, এ বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪ দিন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে