কিউইদের বিপক্ষে মোস্তাফিজ ‘তুরুপের তাস’

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

মোস্তাফিজুর রহমান সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে গত বছর দারুণ বোলিং করছেন।

ছন্দে থাকা এ পেসারই হতে পারেন এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সাফল্যের হাতিয়ার। এমনটাই মনে করছেন, টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস।

universel cardiac hospital

বিপিএলের ষষ্ঠ আসরে ১২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সাকিব-তাসকিনদের তুলনায় যা কমই। কিন্তু ডেথ ওভারে মোস্তাফিজের বোলিং নজর কেড়েছে সবার।

এর আগে নিদহাস ট্রফি ও এশিয়া কাপেও সফল ছিলেন ‘কাটার মাস্টার’। তার পারফরম্যান্সের ধারা নিউজিল্যান্ডের মাটিতেও অব্যাহত থাকবে বলে বিশ্বাস রোডসের।

আগামীকাল সকাল ৭টায় নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচকে সামনে রেখে সংবাদসম্মেলন করতে এসে রোডস বলেন, আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে যে কেউই দলে চাইবে তাকে। বর্তমানে ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে সে।

ডেথ ওভারে মোস্তাফিজের বোলিং দক্ষতার প্রশংসা করে রোডস বলেন, কোনো সন্দেহ ছাড়াই ফিজ দারুণ একজন পারফর্মার। ইনিংসের শেষের দিকে যখন চাপ বেড়ে যায় তখনও সে ভালো বোলিং করে। নিউজিল্যান্ডের বিপক্ষে পরিকল্পনায় মোস্তাফিজ আমাদের ‘কি ফ্যাক্টর’।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে