হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় এরশাদ আলী (৫০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মরা যান। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের মরতুজ আলীর ছেলে এরশাদ মিয়ার সঙ্গে তার ছোট ভাই বাচ্চু মিয়া (৪০) এর জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল।
বুধবার সকালে বাচ্চু মিয়া বাড়িতে মাটি ফেলতে চাইলে তার পিতা মরতুজ আলী বাধা দেয়। এ সময় বাচ্চু মিয়া তার পিতাকে অপমান করলে এরশাদ মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে দু ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বাচ্চু মিয়া বল্লম দিয়ে এরশাদ আলীর বুকে আঘাত করে। এতে এরশাদ আলী গুরুতর আহত হয়। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
এরশাদ মিয়ার স্ত্রী নুরুনাহার জানান, বুধবার সকালে বাড়িতে কাটি কাটা নিয়ে দু ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এসময় বাচ্চু মিয়া বল্লম দিয়ে এরশাদ আলীর বুকে আঘাত করেন। এতে এরশাদ গুরুতর আহত হয়। বৃহস্পতিবার চিকিৎসাধিন অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্ত শেষে সিলেট থেকে লাশ নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এ ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে