ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানালেন দীপু মনি

সারাদেশ ডেস্ক

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগ ও এ বিষয়ে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, পদত্যাগকালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেসব কথা বলেছেন সেগুলোকে স্বাগত জানাই।

universel cardiac hospital

তবে আব্দুর রাজ্জাকের বলা ওসব কথার উদ্দেশ্য বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তার পরবর্তী কার্যক্রম দেখলে বিষয়টি আরও দৃশ্যত হবে বলে মনে করেন বর্তমান শিক্ষামন্ত্রী।

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ডা. দীপু মনি এসব কথা বলেন।

ওই সম্মেলনে জামায়াতের জঙ্গিবাদী ধারণাগুলো অত্যন্ত সাম্প্রদায়িক মন্তব্য করে ড. দীপু মনি বলেন, এসব সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিষয়কে জামায়াত আদর্শ বলে ধারণ করে।

সেকারণে ভিন্ন নামে সংগঠন করে জামায়াত জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিবে কি-না, সে বিষয়েও সরকারের খেয়াল রাখতে হবে বলে সতর্ক করেন তিনি।

এরপর চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ব্যাপারে কথা বলেন ড. দীপু মনি।

এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে সেটাও যেন আর না ঘটে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় সজাগ থাকবে।

এ বিষয়ে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা দরকার সবই নেওয়া হবে বলে জানান তিনি।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।

এছাড়াও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে