সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, আমাদের অতীত ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যকে রক্ষা করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশে অপসংস্কৃতি বন্ধেও সরকার বদ্ধপরিকর।
হবিগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী লোক উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
এ সময় কেএম খালিদ আরও বলেন, আমাদের দেশে অনেক গুণী শিল্পী রয়েছেন যাদের অতীতে স্মরণ করা হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে দেশের গুণী শিল্পীদের স্মরণের পাশাপাশি তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। এর ফলে নতুন প্রজন্ম গুণী ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নেবে।
হবিগঞ্জের মরমি সাধকদের স্মরণে ও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ উৎসব নতুন প্রজন্মকে লোক সংস্কৃতির আকৃষ্ট করবে বলে মনে করেন তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ গাজী, সঙ্গীত শিল্পী হবিগঞ্জের সন্তান সুবীর নন্দী, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা প্রমুখ, আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।