মেয়র নির্বাচিত হলে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের সমাধান করবেন আতিক

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম আতিক মেয়র নির্বাচিত হলে প্রযুক্তির মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা উত্তর কৃষক লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

universel cardiac hospital

তিনি বলেন, ঢাকার মানুষ চান ফুটপাত দখলমুক্ত হোক। আর নতুন প্রজন্ম চায় খেলার মাঠ। আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, নগর অ্যাপস -এর মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনও সমস্যার সমাধানে ব্যবস্থা নেবো। এখন সময় এসেছে একটি সুন্দর ঢাকা গড়ার।

ঢাকা উত্তর কৃষক লীগের সভাপতি মাসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। উপস্থিত ছিলেন, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে