ব্যাটিং দানব ক্রিস গেইল ওয়ানডে থেকে অবসর নেবেন

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন ব্যাটিং দানব হিসেবে পরিচিত ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশিত হয়েছে।

টুইটে লেখা হয়েছে, ‘উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল আগামী বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।’

universel cardiac hospital

তরুণদের দলে জায়গা করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। গেইল বলেন, ‘ইংল্যান্ডে বিশ্বকাপের পরই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে বিদায়। অনেক খেলেছি, এবার গ্যালারিতে বসে তরুণদের খেলা উপভোগ করতে চাই।’

গেইল ২৮৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ৯৭২৭ রান। ২৩টি শতক ও ৪৯টি অর্ধশতক রয়েছে ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক তার সামনে। আর মাত্র ২৭৩ রান করলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দশ হাজারির ক্লাবে নাম লিখাবেন এই মারকুটে ব্যাটম্যান।

পঞ্চাশ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট ‘টি-টোয়েন্টি’ খেলে যাবেন গেইল। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে