২৩৩টি পর্ন ও জুয়ার সাইট বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি শিশুদের অনলাইন দুনিয়া নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের ২৩৩টি সাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে।

জানা যায়, এর মধ্যে জুয়া খেলার ১৭৭টি ও ৫৬টি পর্ন সাইট রয়েছে।

গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ পাঠায় বিটিআরসি।

জানা গেছে, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক মত ও পথকে নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার বিটিআরসি থেকে ১৭৭ জুয়ার সাইট বন্ধের নির্দেশনা এসেছে। আজ আবার ৫৬টি পর্ন সাইট বন্ধের নির্দেশ এসেছে। নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

সম্প্রতি পাঁচ দফায় চার হাজারের বেশি পর্ন ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি। এ ছাড়া দুই দফায় ১৭৮টি অনলাইনে জুয়া খেলার সাইটও বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থাটি।

১৫,৬৩৬ পর্নসাইটের সন্ধান :

এদিকে, সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কিত পোস্ট দিয়েছেন।

এতে তিনি লেখেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্ন ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে