৪টি সমঝোতা স্মারক সই আরব আমিরাতের সঙ্গে

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রোববার আবুধাবীর সেন্ট রেগিজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আরব আমিরাতের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রী সুলতান আল মনসুরির নেতৃত্বাধীন ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ সমঝোতা স্মারক সই করে দুই দেশ।

universel cardiac hospital

চারটি সমঝোতার মধ্যে রয়েছে, গভর্নমেন্ট অব দুবাইয়ের সাথে বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি)পোর্ট ও শিল্প পার্ক তৈরিতে চুক্তি, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির সমঝোতা চুক্তি, দুই ধাপে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াটের এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ১০০ মেগাওয়াটের আরেকটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং কক্সবাজার মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউসসহ অনেকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে