জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে পূর্বঘোষিত গণশুনানির কর্মসূচি হাইকোর্ট মিলনায়তনে পালন করবে।
কর্মসূচি দুইদিন এগিয়ে এনে ২২ ফেব্রুয়ারি তা পালন করবে সরকারবিরোধী এ জোট।
ওইদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি চলবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ড. কামাল হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও মহাজোট ছাড়া সব দলকে আহ্বান জানানো হবে। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও জামায়াত গণশুনানিতে অংশ নেবে না। শুনানিতে ৭ বিশিষ্ট নাগরিক সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী অভিজ্ঞতা শুনবেন।