নারী কেলেংকারী আর দর্শক পেটানোর মত ঘটনা ঘটিয়ে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই থেকেছেন বিতর্কিত। সবশেষ কিছুদিন আগেও নিজের ড্রাইভারকে পিটিয়ে বিতর্কের এ ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন। কিন্তু এসব এখন অতীত। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান।
দলের সবাই যখন যাতায়াতের মিছিলে যোগ দিচ্ছিলেন, ঠিক তখনি স্রোতের বিপরীতে গিয়ে খেললেন শত রানের ইনিংস। তিন অঙ্কের কোটায় পৌঁছাতে সাব্বির খেলেছেন ১০৫ বল। এর আগে পাঁচটি ফিফটির দেখা পেলেও এই প্রথম সেঞ্চুনির দেখা পেলেন সাব্বির।
অথচ শাস্তির মেয়াদ শেষ না হওয়ায় নিউজিল্যান্ড সিরিজে থাকার কথা ছিলোনা সাব্বিরের। তাছাড়া সদ্য সমাপ্ত বিপিএলেও খুব ভালো ফর্মে ছিলোনা রাজশাহীর এ ব্যাটসম্যান। খেলেছিলেন দু-একটা চোখে পড়ার মতো ইনিংস। তাই অনেকটা মাশরাফির অনুরোধেই নির্বাচকরা সাব্বিরকে নিউজিল্যান্ড সিরিজের দলে অন্তর্ভুক্ত করেছিলেন। এছাড়াও সাব্বির সিরিজের প্রথম দুই ম্যাচেও ৪০ উর্ধ্ব দুটি ইনিংস খেলেছিলেন। তাই বলাই যাচ্ছে- সাব্বিরের জন্য সুপারিশ বৃথা যায়নি ম্যাশের।