ভারত পাকিস্তানে নদীর পানি বন্ধের সিদ্ধান্ত নিল

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী নীতিন গড়করি। পুরনো ছবি

পুলওয়ামায় আত্মঘাতি বোমা হামলায় ৪০ জন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ ২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী নীতিন গড়করি এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

দুই দেশের মধ্যে করা পানি নীতি অনুযায়ী, শতদ্রু ও বিপাশা নদীর পানি পাকিস্তানকে দেয় ভারত।

নীতিন লিখেছেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের সরকার পাকিস্তানে বয়ে যাওয়া ভারতের পানি বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। আমরা পূর্বাঞ্চলের নদীর পানির দিক পরিবর্তন করে দেব। সেই পানি জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আমাদের জনগণের জন্য সরবরাহ করা হবে।’

প্রায় একই সময়ে আরেক টুইটে নীতিন জানান, শাহপুর-কান্দি এলাকায় রবি নদীতে বাধ তৈরির কাজ শুরু হয়েছে।

এসব প্রকল্প জাতীয় প্রকল্প হিসেবে গ্রহন করা হয়েছে বলে নীতিন তৃতীয় এক টুইটে জানিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। এর পর গতকাল ২০ ফেব্রুয়ারি নীতিন বলেছিলেন, ভারত সরকার একটি প্রকল্প তৈরির পরিকল্পনা করছে যার মাধ্যমে পাকিস্তানে যে সমস্ত নদীর পানি যায়, সেগুলোর দিকপরিবর্তন করে যমুনায় ফেলা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে