১০০ বলের টুর্নামেন্টের নিয়ম-কানুন

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার এলো ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। আগামী গ্রীষ্মে প্রথমবারের মতো মাঠে গড়াবে ক্রিকেটের নতুন এই সংস্করণ। ইতোমধ্যেই এ টুর্নামেন্টের নিয়ম-কানুন প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চলুন দেখে নেয়া যাক সেগুলো-

universel cardiac hospital

১. প্রতিটি ইনিংস হবে ১০০ বলের।

২. প্রতি ১০ বল পর পর প্রান্ত বদল হবে।

৩. একজন বোলার চাইলে টানা ৫টি অথবা ১০টি বল করতে পারবেন।

৪. একজন বোলারের জন্য সর্বোচ্চ ২০টি ডেলিভারি বরাদ্দ থাকবে।

৫. প্রতি ইনিংসের শুরুতে ২৫ বলের একটি পাওয়ার-প্লে থাকবে।

৬. পাওয়ার-প্লে’র সময় সর্বোচ্চ ২ জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন।

৭. প্রতিটি বোলিং সাইড আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম-আউট পাবে।

১০০ বলের ক্রিকেটের এসব নিয়ম-কানুন প্রস্তাব করে ইসিবির ক্রিকেট কমিটি। গত বছরের শেষের দিকে ইসিবি বোর্ড আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় তাদের। এরপর সেগুলো ১৮টি দেশের সামনে ভোটাভুটির জন্য উত্থাপন করা হয়। ১৭টি দেশই নিয়ম-কানুনগুলো সমর্থন করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে