তামাক সেবন : বছরে বাংলাদেশের ক্ষতি ৩০,৫৭০ কোটি টাকা

বিশেষ প্রতিনিধি

ফাইল ছবি

তামাক সেবনের কারণে বাংলাদেশ বছরে ৩০,৫৭০ কোটি টাকা বা ৩.৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস জানায়, আজ শনিবার ‘ইকোনমিক কস্ট অফ টোব্যাকো ইউজ ইন বাংলাদেশ: এ হেলথ কস্ট অ্যাপ্রোচ’ শীর্ষক একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

universel cardiac hospital

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তামাক সংক্রান্ত অসুস্থতা এবং অকাল মৃত্যুর কারণে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে প্রতি বছর শুধুমাত্র আর্থিক ক্ষতিই হচ্ছে ৩০,৫৭০ কোটি টাকা বা ৩.৬ বিলিয়ন ডলার। এটা ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশের জাতীয় আয়ের ১.৪ শতাংশ।

২০৩ সালে তামাকের সঙ্গে সম্পর্কিত অসুখে ১২.৬ লাখ মানুষ অকালে মারা যায়। এটা সারা দেশে মৃত্যুর পরিমাণের ১৩.৫ শতাংশ।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, আমেরিকান ক্যান্সার সোসাইটি, ক্যান্সার রিসার্চ ইউকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এই গবেষণা পরিচালনা করে।

ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণাটি প্রকাশ করা হয়।

তামাকের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। প্রায় ২০ লাখেরও বেশি শিশু প্রত্যক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে