সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আজ রোববার সংসদ অধিবেশনে যোগ দেবেন।
গত ২০ ফেব্রুয়ারি শপথ নিলেও এতদিন সংসদ অধিবেশন না থাকায় তারা অধিবেশনে যোগ দিতে পারেননি। টানা চারদিন বিরতির পর চলতি সংসদের মুলতবি বৈঠক শুরু হচ্ছে আজ রোববার।
এদিন বিকেল পৌনে পাঁচটায় মুলতবি বৈঠক শুরু হবে। এদিনই অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পাবেন তারা।
গত ১৯ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন ২৪ তারিখ পর্যন্ত মুলতবি করা হয়। এই অধিবেশন কতদিন চলবে তা এখনও জানানো হয়নি।
গত ২০ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।
এ সময় আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির একজন, স্বতন্ত্র একজন এবং জাতীয় পার্টির চারজনসহ মোট ৪৯ জন অংশ নেন। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদের একটি আসন শূন্য রয়েছে।
এর আগে ৩০ জানুয়ারি বর্তমান সংসদের যাত্রা শুরু হয়।