ভারতের হামলা : জরুরী বৈঠকে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) পকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জরুরী বৈঠকে বসেছেন। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছে বলে জানিয়েছে  বার্ত া সংস্থা এএনআই।
বৈঠকে পাকিস্তান সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, আইএএফ এলইসি অনুপ্রবেশ করেছে এবং পাকিস্তান দখলকৃত কাশ্মীরে বোমা হামলা চালিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বৈঠকের বিষয় বস্তুু নিয়ে সংবাদ মাধ্যমকে অবহিত বলে বলে আশা করা হচ্ছে।
এর আগে, কুরেশি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদের পররাষ্ট্র দফতরে জরুরি বৈঠক ডেকেছিলেন।
বৈঠকে তিনি বলেন, “আমি ইতিমধ্যেই বলেছি যে আমি জনগণকে বিভ্রান্ত করতে চাই না। বিপদের মেঘ আমাদের উপর ঝুলছে এবং আমাদের সতর্ক থাকতে হবে”।
আইএএফ সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর হামলায় মিরাজ ২০০০ জেট অংশ নিয়েছিল, প্রায় ৩.৩০ মিনিটে এটি চালানো হয়। সূত্রে জানা গেছে, এলইসি জুড়ে সন্ত্রাসী ক্যাম্পে ১০০০ কেজি বোমা হামলা করে তাদের ধ্বংস করা হয়। জাইশ-ই-মোহাম্মদ (জেএম) কন্ট্রোল রুম হামলায়ও ধ্বংস হয়ে যায়।
কাশ্মীরে পুলওয়ামার সন্ত্রাসী হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করার ১২ দিন পর ভারত এই হামলা চালালো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে