ফিলিপাইনকে উড়িয়ে দিল বঙ্গ নারীরা

ক্রীড়া ডেস্ক

ফিলিপাইনের বিপক্ষে আক্রমণাত্মক বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। ছবি : সংগৃহিত

মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে ফিলিপাইনের বিপক্ষে ১০-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

আজ বুধবার ফিলিপাইনের বিপক্ষে খেলা প্রথম ম্যাচে এই বিশাল জয় পায় বঙ্গ কন্যারা। এই জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের প্রথম থেকেই মাঠে আধিপত্য ধরে রাখে ফিলিপাইনের বিরুদ্ধে প্রথম মাঠে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলাররা। ফলশ্রুতিতে ম্যাচের প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পায় আরও ৪টি গোল। এর ফলে ম্যাচ শেষে ১০-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক তুলে নেন তহুরা খাতুন।

এছাড়াও দুটি করে গোল করেন শামসুন্নাহার (জুনিয়র) ও অনুচিং মারমা। শামসুন্নাহার (সিনিয়র), নীলা ও মারিয়া মান্ডা একটি করে গোল করেন।

পরের দুটি ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের মুখোমুখি হবে ১ মার্চ ও চীনের মুখোমুখি হবে ৩ মার্চ।

মিয়ানমারের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চলতি আসরের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিদ্বন্ধী চীন ও মিয়ানমার।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত আসরের বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে