মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশের মাটিতে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি বলে দাবি করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের কথা শুনে চুপ থেকেও অপরাধ করেছেন জিয়া।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একথা বলেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের আদর্শভিত্তিক একটি অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ ‘কে ফোর্সের’ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার ষড়যন্ত্র শুনে চুপ থেকে দায়িত্বশীল অফিসার হিসাবে জিয়া অপরাধ করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে জিয়া জঘন্য কাজ করেছেন। দেশে রাজাকার পুর্নবাসনে ও মৌলবাদী রাজনীতির উত্থানে জিয়াউর রহমান প্রমাণ করেছেন, তিনি আসলে পাকিস্তানের চর।
খালেদ মোশাররফের মতো দেশপ্রেমিকদের হত্যা করে জিয়া আসলে বাংলাদেশবিরোধী কাজ করেছেন বলেও দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।