ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন ও সেইসঙ্গে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে ভোট শেষে চলছে গণনার কাজ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায়।
সকালে উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এসময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ভোট সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, গুলশান মানারাত স্কুল কেন্দ্রে দুপুরে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। এসময় বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন তিনি।
ঢাকা উত্তর সিটির মেয়র পদের পাশাপাশি সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া উত্তরের ১৮টি ও দক্ষিণের ১৮টি ওয়াডের্র কাউন্সিলর নির্বাচনের ভোটগ্রহণও চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও অনিয়মের শাস্তি প্রদানে ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।