ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ছোটখাটো, বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অনিয়ম হয়নি।
তিনি আশা প্রকাশ করে বলেন, খুব কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নিশ্চিত হবে এবং ফলাফল যাই হোক মেনে নেব।
ভোটগ্রহণ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোনের তোতা, ফজলুর রহমান প্রমুখ।
শাফিন আহমেদ বলেন, সকালে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে অনেকেই ভোটকেন্দ্রে যাননি। কিন্তু দুপুর থেকে ভোটকেন্দ্রে ব্যাপকসংখ্যক ভোটার উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনের শুরুতে নির্বাচন নিয়ে আমাদের কিছু আশঙ্কা থাকলেও দিনের শেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন সম্পন্ন হয়েছে।