কোনো সমঝোতা ছাড়াই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্মেলন শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে ট্রাম্প ও উন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন। এদিন হোয়াইট হাউস এক ঘোষণায় এ কথা জানায়।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, এবার কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে তাদের (ট্রাম্প ও উন) দায়িত্বপ্রাপ্ত দল ভবিষ্যতে আলোচনার পথ খুঁজছে।
হ্যানয় সম্মেলন নিয়ে অনেকেরই প্রত্যাশা ছিল যে, পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ঘোষণা দেবেন ট্রাম্প ও উন। তা ছাড়া, কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণাও আশা করা হয়েছিল। তবে তার কোনোটাই হলো না।
উন এর আগে জানিয়েছিলেন, সম্মেলনে তার উপস্থিতি পরমাণু নিরস্ত্রীকরণে তার আগ্রহের প্রতিফলন।
বৃহস্পতিবার দুই নেতার বৈঠকের আগে উন বলেন, আমি যদি পরমাণু নিরস্ত্রীকরণে আগ্রহী না হতাম তবে এখানে আসতাম না।
এর প্রেক্ষিতে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, এটিই হয়তো সেরা উত্তর যা আপনারা এ যাবৎ শুনেছেন।