ভারত-পাকিস্তান উত্তেজনায় রাশিয়া মধ্যস্থতা করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ এবং সেনাবাহিনীর চলমান মহড়া নিয়ে দুই দেশের উত্তেজনা কমাতে ও শান্তি স্থাপনে মধ্যস্থতা করতে চায় রাশিয়া।

রাশিয়া বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, তারা যদি চায় তাহলে অবশ্যই তা করবে রাশিয়া।

এর আগে বুধবার চীনে অনুষ্ঠিত একটি সম্মেলনের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতা করতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে  এমন উদ্ভূত পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনী যে মহড়া দেখাচ্ছে তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে