হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে আসা বিজি-৪০২ ইমার্জেন্সি ল্যান্ডিং (জরুরি অবতরণ) করেছে।
ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ইমার্জেন্সি ল্যান্ডিং পারমিশন চান।
বিকেল ৪টা ১০ মিনিটে ল্যান্ডিং সমস্যা নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও ৬৩ যাত্রী নিরাপদে নামতে পেরেছেন।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক জানান, ৬৩ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়। তবে এটি বড় কোনো সমস্যা নয়।