অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত দিনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলায় দর্শনার্থীদের ভিড়ে বেচাকেনাও হচ্ছে বেশ। বেচাবিক্রি ভালো হওয়ায় প্রকাশকরাও খুশি।
আজ শুক্রবার মেলা প্রঙ্গণ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
মেলার দুই প্রান্তে যেন তিল ধারণের ঠাঁই নেই। যারাই আসছেন বই নিয়েই ফিরছেন তারা। অনেকে আবার মেলার সময় বাড়ানোয় বই কিনতে এসেছেন আজই।
এদিকে, অমর একুশে বইমেলার বর্ধিত সময়ের প্রথমদিন শুক্রবার নতুন বই এসেছে ৮৬টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সৈয়দা মায়িশা আতিয়া বলেন, এবার কিছু ব্যক্তিগত ঝামেলার কারণে মেলায় তেমন সময় দিতে পারিনি। তবে আজ অনেকগুলো বই কিনেছি। বাংলা একাডেমিকে ধন্যবাদ মেলার সময় বৃদ্ধি করার জন্য।
প্রথমা প্রকাশনীর বিক্রয়কর্মী নাহিদ হাসান বলেন, সকাল থেকেই ক্রেতাদের প্রচুর চাপ। আজই মনে হচ্ছে সর্বোচ্চ বেচাবিক্রি হচ্ছে।
ঢাকা কলেজের ছাত্র নাজমুল হামিদ বলেন, আজ বেশ কয়েকটি বই কিনেছে। সময় সুযোগ না হওয়ায় ইতোপূর্বে বই তেমন কেনা হয়নি।
তবে বর্ধিত দিনে মেলার সামনের টিএসসি থেকে দোয়েল চত্বরের রাস্তায় গাড়ি চলতে দেয়ায় তীব্র ভোগান্তিতে পড়তে দেখা যায় দর্শনার্থীদের। মেলার সামনের রাস্তায় গাড়িগুলোও জ্যাম তৈরি করছে।
শাসুন্নাহার হাসনা নামে এক দর্শনার্থী মত ও পথকে বলেন, আর দুইটা দিন রাস্তাটা বন্ধ থাকলে তেমন কী অসুবিধা হতো! পা ফেলতেই গাড়ি এসে যাচ্ছে। কর্তৃপক্ষের বিষয়টি খেয়াল রাখা উচিত ছিল।
প্রসঙ্গত, অমর একুশে বইমেলা শেষ হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কিন্তু লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুইদিন সময় বাড়ানো হয়। ফলে আগামীকাল শনিবার (২ মার্চ) গ্রন্থমেলা শেষ হবে। এদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।
গত ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের ন্যায় এবারও মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।