আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা ইন্টারন্যাশনাল ফিল্ম সেকশন (কমপিটেটিভ) ক্যাটাগরিতে মনোনীত হয়েছে রাজশাহীর শাহারিয়ার চয়নের ‘বুট পালিশ’।
আগামী ৬ মার্চ বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
চলচ্চিত্রটি ইতিমধ্যেই সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। কলকাতার নন্দনে আগামী ১৮ থেকে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং মুম্বাইয়ের নবম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্যও ‘বুট পালিশ’ চলচ্চিত্রটি মনোনীত হয়েছে।
‘বুট পালিশ’ চলচ্চিত্রটির গল্প লিখেছেন নাহিদা সুলতানা শুচি। ড্রিম মেকিং প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, অভিনেত্রী সাবেরা ইয়াসমিন, জিহাদ খান, রফিক, চৌতি এবং শিশু শিল্পী আরিফ ও রোদ। রাজশাহীর বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রায়ন করা হয়েছে।